Kyrgyzstan visa check 2024 কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।

কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।



আসসালামু আলাইকুম, আপনি যদি কিরগিজস্তান যেতে চান তাহলে অবশ্য আপনার ভিসার প্রয়োজন হবে। আর এই ভিসা টি আসল না নকল অবশ্য আপনাকে যাচাই করতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম



বাংলাদেশ থেকে প্রতিনিয়িত মানুষ কিরগিজস্তান যাচ্ছে । তবে কিরগিজস্তান যেতে হলে অবশ্য আপনাকে বৈধ ভিসা হতে হবে। কারণ কিরগিজস্তান যাবার জন্য অনেক মানুষ ভিসা নিয়ে প্রতারিত হচ্ছে। 

আর এই প্রতারিত হতে মুক্তি পেতে অবশ্য আপনাকে ভিসা চেক করতে হবে।


আর এই ভিসা কুব সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে করতে পারবেন।


কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম 


সর্ব প্রথম আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর গুগল সার্চ এ লিখবেন কিরগিজস্তান ভিসা বা (Kyrgyzstan visa check) 

লেখার পরই আপনার সামনে বেশ কয়েকটি ওয়েবসাইট আসছে। প্রথম বা দ্বিতীয় যে সাইটা আসবে সেটাই ক্লিক করবেন। 


Kyrgyzstan visa check 2024


উপরের ছবিটির মত এমন সাইট আপনি দেখতে পারবেন। এবং দুই নাম্বার সাইটা তে ক্লিক করবেন। 

দুই নাম্বার সাইডে ক্লিক করার পর নিজের ছবিটির মতো আপনি সবকিছু দেখতে পারবেন। 


কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।



প্রথম ঘরটিকে আপনি আট সংখ্যা রেফারেন্স করতে লিখবেন। এরপর আপনি নিজের ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করবেন। আট সংখ্যার কোটি লেখার পর এবং ক্যাপসার টি সম্পন্ন পূরণ হলে Next এ ক্লিক করবেন। 



এর পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে (Insert your security code) কোড চাইবে। 


আর এই কোড পাবার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর এ যেতে হবে এবং একটি ডাউনলোড করতে হবে নিচে অ্যাপ্লিকেশনটির ছবি দেয়া হলো 

Kyrgyzstan visa check 2024 কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।


অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করতে হবে। এবং ভিসা কার্ড এর রেফারেন্স নাম্বারের নিচে স্ক্যানার কোড দিয়েছে সেটা স্ক্যান করতে হবে। আর এটা স্ক্যান করার ফলে আপনি সেলিম কি পাবেন সেটাতে ক্লিক করলে সরাসরি আপনার ভিসা স্ট্যাটাসে নিয়ে যাবে। 

তা আপনি চাইলে এভাবে খুব সহজে কিরগিজস্তান ভিসা চেক করতে পারেন। 



কিরগিজস্তান কোন মহাদেশে অবস্থিত


কিরগিজস্তান মধ্যে এশিয়ায় অবস্থিত। তাজিকিস্তান, চীন,কাজাখস্তান ও উজবেকিস্থান এর স্থল ভাগে অবস্থিত।

কিরগিজস্তান মুসলিম দেশ।


কিরগিজস্তান কেমন দেশ


কিরগিজস্তান শান্তি প্রিয় দেশ।এদের বেমির বাগ মানুষ মুসলিম। এরা তুর্কি ভাষাই কথা বলে।



কিরগিজস্তান টাকার মান কত 



কিরগিজস্তান মুদ্রার নাম হলো সোম।

বাংলাদেশের টাকার থেকেও কিরগিজস্তান টাকার মান বেশি। বাংলাদেশের ১ টাকা সমান কিরগিজস্তান ৭৫ পয়সা। তবে এটা কম বেশি হতে পারে।



কিরগিজস্তান যেতে কত টাকা খরচ হবে


কিরগিজস্তান যেতে হরে অবশ্য আপনাকে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে।



কিরগিজস্তান বেতন কত 


কিরগিজস্তান এ আপনি ৩০ থেকে ৪০ হাজার এবং সর্বচ্চ ৭০ থেকে ৮০ হাজার টাকা বেতন পাবেন।


আমাদের শেষ কথা :- আশা করি উপরের পোষ্ট টি পড়ে নিশ্চয় বুঝতে পেরেছেন কিরগিজস্তান ভিসা চেক সম্পর্কে। এছাড়া আর নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন