দুবাই ভিসা যাচাই করুন ২০২৪
আসসালামু আলাইকুম আমরা প্রতি নিয়ত লেখাপড়ার জন্য বা ভ্রমনের জন্য এছাড়া কাজের উদ্দেশ্য দুবাই গিয়ে থাকি।আর এই দুবাই যেতে হলে আমাদের প্রয়োজন ভিসার।আর এই ভিসা পাবার জন্য বিভিন্ন এজেন্সি বা দালালের সাহায্য নিতে হয়। এই এজেন্সি বা দালাল আমাদের সঠিক ভিসা দিচ্ছে কিনা জানার জন্য আমাদের ভিসা চেক করার অত্যান্ত জরুরি।তাছাড়া আমরা প্রতারিত হতে পারি।
তাই আজকের পোষ্ট টির মাধ্যমে আপনারা জানতে পারবেন। দুবাই ভিসা চেক করার উপায়।
তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক / দুবাই ভিসা চেক করার জন্য কি কি কাগজ পত্র প্রয়োজন
★ পাসপোর্ট নাম্বার
★ পাসপোর্ট এর মেয়াদ
★ ভিসার ধরণ
★ দেশের নাম
দুবাই ভিসা চেক করতে হলে অবশ্য আপনাকে উপরের তথ্যগুলো দেওয়া লাগবে।
২ মিনিটে দুবাই ভিসা চেক ২০২৪ / Dubai visa check online
প্রথমে আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটার এর গুগল ওপেন করবেন। তারপর সার্চ অপশনে গিয়ে লিখবে Dubai visa check online
এর পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। প্রথম সাইটে প্রবেশ করবেন
আপনাদের বোঝার সুবিধার জন্য পিকচার দেওয়া হলো:-
সাইট এ প্রবেশ করার পর আপনি বাম সাইটে উপরে দিকে হালকা তিনটি দাগ বা থ্রী ডট বলা হয়, ওটাতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন * Public Service * এবং এটাতে ক্লিক করবেন।
আপনাদের বোঝার সুবিধার জন্য প্রতিটি পিক দেওয়া হবে।
এরপর File Validity আপশনে ক্লিক করবেন।
এবার আপনি Search By এখানে পাসপোর্ট সিলেক্ট করবেন।তারপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট মেয়াদ এর তারিখ আপনার দেশের নাম সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন।
তাহলে আপনার ভিসার সকল তথ্য চলে আসবে।
আমাদের শেষ কথা :-আশা করি উপরের পোষ্ট টি পড়ে নিশ্চিত বুঝতে পেরেছেন দুবাই ভিসা করার নিয়ম সম্পর্কে। এছাড়া ভিসা সম্পর্কে কেনো প্রশ্ন থাকলে আমাদের কে কমেন্ট করে জানতে পারেন। আশাকরি সঠিক উওর পাবেন।