নারী দিবস নিয়ে সেরা কিছু উক্তি

নারী দিবস নিয়ে উক্তি


পৃথিবীতে যেমন পুরুষ রয়েছে তেমনি নারী রয়েছে। নারী-পুরুষ সম্মিলিতভাবে সুন্দর একটি সমাজ তৈরি হয়েছে। প্রতি বছর ৮ই মার্চ নারী দিবস পালন করা হয়ে থাকে। অর্থাৎ সমাজে নারীদের গুরুত্ব কতটা এটা সবাইকে জানানোর জন্য তাই নারী দিবস পালিত হয়। নিম্নে নারী দিবস নিয়ে সেরা কিছু উক্তি তুলে ধরা হলো:-


নারী দিবস নিয়ে উক্তি


নারীদের প্রতি সাধারন সম্মান ও শ্রদ্ধা উদযাপনের জন্য নারী দিবস পালন করা হয়। তাছাড়া নারীদের জীবনমান উন্নয়ন ও নারীদের সমাজে নির্বিঘ্নে চলাফেরার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই নারী দিবসে। যার পরিপেক্ষিতে নারী দিবস নিয়ে সেরা কিছু উক্তি তুলে দেওয়া হলো:-



১. আজকে আমি সর্বদা তোমার অসীম সাফল্য ভালোবাসা ও সুখ কামনা করছি। 


২. আমি আমার দেখা সবচেয়ে শক্তিশালী ও অসাধারণ নারীকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। 


৩. আমি চাই তুমি যেন তোমার স্বপ্নকে নির্ভীক ভাবে তাড়া করার সাহস খুঁজে পাও। 


৪. তোমার উপস্থিতির জন্যই আজ পৃথিবীকে আরো ভালো করে তুলেছে। তুমি সময়ের সাথে সাথে আরো অসাধারণ হতে থাকো। তোমাকে জানাই বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। 


৫. যেকোনো নারীর জন্য ওল্ড মডেল তিনি নিজেই যিনি সফলতা ও আত্মবিশ্বাসের সাথে নিজেকে অন্যদের থেকে ছাড়িয়ে যান। 


৬. একজন শক্তিশালী নারী হচ্ছে তিনি যিনি সকল সময় অন্যায়ের প্রতিবাদ করতে জানেন। 


৭. একজন সফল নারী সেই হতে পারে যে নিজের ভাবনাকে প্রাধান্য দেয়। অর্থাৎ অন্যরা কি ভাবছে সেটা নিয়ে না ভেবে নিজে সামনে কিভাবে চলবে সেটা নিয়ে ভাববে। 


৮.পৃথিবীতে কখনো কোনো সুশীল নারী ইতিহাস রচনা করতে পারেননি আর পারবেন না। 


৯. এই পৃথিবীর সর্ববৃহৎ অব্যবহূত শক্তির উৎস হচ্ছে নারীর শক্তি। 


১০. একজন সফল নারীর কথা হল আমি হয়তো একা পৃথিবী বদলাতে পারবো না কিন্তু আমি পানিতে একটা ঢিল ছুড়লে লক্ষ্য ঢেউয়ের সূচনা করতে পারব। 


১১. নারীদের শক্তি যদি কাজে না লাগানো যাই তাহলে পৃথিবীকে কখনো পরিবর্তন করা যাবে না। 


১২. নারীদের যদি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে না দেন তাহলে সমাজ কখনোই সঠিক অগ্রগতি দেখাতে পারবে না। 


১৩. একজন নারীর সম্মান ও প্রকৃত মর্যাদা দেওয়াই হলো সভ্যতার প্রকৃত পরীক্ষা। 


১৪. নারীদের ক্ষমতায়ন সম্মান দেখানো মানে শুধু তাদের অধিকার দেওয়া নয়, তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়া। 


১৫. নারীদের ক্ষমতায়ন হচ্ছে এই সমাজের ক্ষমতায়ন। অর্থাৎ নারীদের ক্ষমতা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সমাজের ক্ষমতাও কমে যাবে। 


১৬. একজন নারী যখন জেগে ওঠে তখন পুরো দেশ জেগে ওঠে, পুরো পৃথিবী জেগে ওঠে, পুরো সমাজ জেগে ওঠে ও পুরো পরিবার জেগে ওঠে। 


১৭. কোন নারী যদি সঠিক সম্মান না পাই তাহলে বুঝবেন মানবতার জয় এখনো হয়নি। 


১৮.আমি যত পোশাকি পড়ি না কেন সবথেকে সুন্দর হল আমার আত্মবিশ্বাস। 


১৯. কোন দেশে যদি নারীদের প্রতি অসম্মান থাকে তাহলে বুঝবেন সে দেশটি খুব শীঘ্রই ব্যর্থ দেশ হতে চলেছে। 


২০. পৃথিবীকে বদলাতে হলে নারীদের শক্তির অবশ্যই কাজে লাগাতে হবে। নারীদের শক্তি যদি কাজে লাগানো না যায় তাহলে পৃথিবীর অগ্রগতি থেমে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Musik

Bisnis