কুষ্টিয়া জেলার থানা কয়টি

কুষ্টিয়া জেলার থানা কয়টি


কুষ্টিয়া জেলা হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের খুলনা বিভাগের একটি অঞ্চল । কুষ্টিয়া জেলা বাংলাদেশে খুবই বিখ্যাত একটি জেলা । কেননা এই জেলাতে রয়েছে লালন শাহের মাজার ও শিলাইদহ কুঠিবাড়ি । তাছাড়া স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এই কুষ্টিয়া জেলায় অবস্থিত । নিম্নে কুষ্টিয়া জেলার থানা কয়টি ও কি কি তুলে ধরা হলো।


কুষ্টিয়া জেলার থানা কয়টি ও কি কি

কুষ্টিয়া জেলায় মোট ছয়টি থানা রয়েছে। নিম্নে এই ছয়টি থানার নাম উল্লেখ করা হলো:-


১. কুষ্টিয়া সদর থানা

২. কুমারখালী থানা

৩. খোকসা থানা

৪. মিরপুর থানা

৫. ভেড়ামারা থানা

৬. দৌলতপুর থানা

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Musik

Bisnis